নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।
আইজিপি শনিবার (১০ই জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে রংপুর বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি জানান, নির্বাচনের দিন প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচন-পূর্ব সময় থেকেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং র্যাব সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে। সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের আধুনিকায়ন ও প্রশিক্ষণ সম্পর্কে আইজিপি বলেন, বাহিনীতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ চলছে। ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৩ হাজার সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে আইজিপি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সরকারি নির্দেশনা রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকির ১৬ হাজারসহ মোট ২৪ হাজার ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলা পর্যায়ে প্রশিক্ষণাধীন রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে আইজিপি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে পুলিশের রংপুর রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য রাখেন।



























