রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১১ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে অস্ত্রসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর নতুন বিলসিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নং ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর এবং তার দুই সহযোগি মুরাদ ও বিদ্যুৎ। এদের মধ্যে চাঁন সওদাগরের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এ সব মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ। 

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, গ্রেপ্তার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা চাঁন সওদাগরের বাড়ি পবা উপজেলার নওদাবিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। তিনি নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা ও ছোরাসহ বেশী কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, চাঁন সওদার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া ও শাহ মখদুম থানায় ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি। সে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। 

এদিকে, রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মামুন রয়েছেন। তিনি নগরীর ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নগরীর পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি সাতজন, মাদক মামলায় একজন এবং বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়