মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রবেশপথের রাস্তা ও খেলার মাঠ পর্যবেক্ষণের জন্য দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে স্থাপিত ক্যামেরাগুলো ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য ধারণ হলেও পর্যাপ্ত আলোর অভাবে দোষী ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



























