শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২৩ জানুয়ারি ২০২৬

এখনও ঝুলছে নাসীরুদ্দীন পাটওয়ারীর রঙিন ব্যানার

এখনও ঝুলছে নাসীরুদ্দীন পাটওয়ারীর রঙিন ব্যানার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে যেকোনো ধরনের পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরিবর্তে একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের ক্ষেত্রেও সাদাকালো রঙের বাইরে রেক্সিন, প্লাস্টিক ও পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহারে কঠোর শর্ত আরোপ করেছে নির্বাচন কমিশন।

তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর মতিঝিল, রমনা ও শাহবাগ এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ (মতিঝিল, পল্টন ও শাহবাগ) আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বড় আকারের রঙিন ব্যানার ঝুলছে। বিপরীতে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কোনো ব্যানার বা পোস্টার চোখে পড়েনি।

মালিবাগ মোড়ে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বড় ব্যানার দেখা যায়। রাজারবাগ এলাকায় বিভিন্ন দলের প্রার্থীদের কিছু পুরোনো পোস্টার চোখে পড়ে। নটর ডেম কলেজের সামনে এবং শাপলা চত্বর-সংলগ্ন ওভারব্রিজেও নাসীরের ব্যানার ঝুলতে দেখা গেছে।

এ ছাড়া মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তা থেকে শাপলা চত্বর পর্যন্ত ডিভাইডারের মাঝখানের গাছ ও ল্যাম্পপোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছোট ছোট ব্যানার ঝোলানো রয়েছে।

শাপলা চত্বরের চারপাশের রেলিংয়ে মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ত্রিদীব কুমার সাহার ব্যানার-পোস্টার লাগানো দেখা যায়। একইভাবে শাপলা চত্বর-সংলগ্ন সোনালী ব্যাংকের সামনের রোড ডিভাইডারে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ত্রিদীব কুমার সাহার ব্যানার রয়েছে।

এ ছাড়া মেট্রোরেলের মতিঝিল স্টেশন, পল্টন মোড়, মগবাজার মোড়, শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও নাসীরের বড় ব্যানার দেখা গেছে। অন্যদিকে শাপলা চত্বর-সংলগ্ন সোনালী ব্যাংকের দেয়ালে মির্জা আব্বাসের কিছু পোস্টার চোখে পড়ে।

এ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তাঁর নির্বাচনী প্রচারণা কমিটির সমন্বয়ক শামিল আবদুল্লাহ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকরাই এসব ব্যানার লাগিয়েছেন। তাঁদের থামানো কষ্টকর। এরপর কখনও নাসীর ভাইয়ের সঙ্গে দেখা হলে এ বিষয়ে কথা বলতে পারেন।

অন্যদিকে মির্জা আব্বাসের প্রচারণা সেলের প্রধান নান্নু মিয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাতের মধ্যেই এ আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড লাগানো হবে।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

দুপুর ১২টার দিকে মৌচাক মোড়ে মির্জা আব্বাসের একটি নির্বাচনী প্রচার ক্যাম্প বসানো হয়। সেখান থেকে তাঁর কর্মী-সমর্থকেরা প্রচারণা চালান। কিছুদূর এগিয়ে মগবাজার মোড়ে গিয়ে শোনা যায় এনসিপির প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে প্রচারণামূলক গান। একটি রিকশায় দুটি মাইক বসিয়ে পুরো এলাকায় ঘুরে ঘুরে গানটি প্রচার করা হয়।

এদিকে শাহজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস। পরে তিনি ১২ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগকালে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করব।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী মগবাজারের কাজী গলির ওয়াসিস জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। নামাজ শেষে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন এবং আদ্-দ্বীন হাসপাতালে একটি উঠান বৈঠকে অংশ নেন। পরে বেইলি রোডের খন্দকার গলি মসজিদে এশার নামাজ আদায়ের মাধ্যমে দিনের প্রচারণা শেষ করেন।

সূত্র: সমকাল

সর্বশেষ