শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামি মুক্ত

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামি মুক্ত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে এক ডেপুটি জেলার বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নাকি ইচ্ছেকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কার কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি মুক্তিলাভ করে। 

আসামিরা তারাকান্দা থানার একটি হত্যা মামলা আসামি ছিলেন। 

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটি ভুল করে দিয়েছেন নাকি ইচ্ছেকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

এর আগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ গণমাধ্যমকে জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের জানান, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনার জেরে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।