শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৩০ জানুয়ারি ২০২৬

জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ছাত্রলীগের সেই সাদ্দামের

জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ছাত্রলীগের সেই সাদ্দামের
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ তুলেছেন সদ্য জামিনে মুক্তি পাওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। 

বুধবার (২৯ জানুয়ারি) কারামুক্ত হয়ে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই বিস্ফোরক দাবি করেন।

একটি ভিডিও বার্তায় সাদ্দাম দাবি করেন, বাগেরহাটে অবস্থান করতে হলে জেলের জেলার তার কাছে ৫ লাখ টাকা দাবি করেছিলেন। তিনি আরও জানান, কারাবন্দি থাকাকালীন সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার পরিবারের দেখাশোনা করেছেন এবং তার জামিন ও পিসি (প্রিজনারস ক্যাশ) খরচের ব্যবস্থা করেছেন।

অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন বাগেরহাটের জেলার খোন্দকার মো. আল-মামুন। তার ভাষ্যমতে, সাদ্দাম কারাগারে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করতেন এবং অন্যদের মারধর করতেন।

শৃঙ্খলার খাতিরেই তাকে সাধারণ ওয়ার্ড থেকে সেলে রাখা হয়েছিল এবং পরবর্তীতে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

ঘুষের অভিযোগটি ভিত্তিহীন এবং একজন জেলার একক সিদ্ধান্তে কাউকে অন্য জেলে পাঠাতে পারেন না।