শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ৩০ জানুয়ারি ২০২৬

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নং ওয়ার্ডের (শিশু সার্জারি) একটি অংশে আগুন দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।

সিলেট মহানগর পুলিশের ডিসি সাইফুল ইসলাম বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।