সিরাজগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) রাতে ৭টার দিকে উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাকে আটক করে সোমবার (২৬ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আবুল বাশার ওই ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে তাড়াশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় আবুল বাশার গোপনে এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাড়াশ থানা পুলিশকে অবহিত করেন। পরে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আবুল বাশার তাড়াশ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে হাজির করার পরে কারাগারে প্রেরণ করা হয়েছে।