শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ৩০ জানুয়ারি ২০২৬

‘ব্লাকমেইলার’ মাহমুদুল বসরি জন আটক

‘ব্লাকমেইলার’ মাহমুদুল বসরি জন আটক
ছবি: সংগৃহীত

রাজধানীতে “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”-এর আওতায় মাহমুদুল বসরি জন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

একাধিক সূত্রের তথ্যমতে, গ্রেফতারকৃত মাহমুদুল বসরির ছাত্র হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ পতনের পর অস্ত্র ব্যবহার করে মানুষকে ফাঁসানোর কাজে জড়িত ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি একাধিক নারীর সঙ্গে বিয়ে করেছেন এবং তিনজন মেয়েকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে এসব ভিডিও ব্যবহার করে প্রভাবশালী ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করতেন।