জাতীয় রাজস্ব বোর্ডে একযোগে ১৭ কমিশনার বদলি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের মোট ১৭ জন কমিশনারকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনবিআর-এর কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে। নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির এই প্রক্রিয়াটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের তাদের নতুন কর্মস্থলে যোগদানের পর যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। মূলত দাপ্তরিক গতিশীলতা আনয়ন এবং প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



























