বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ৩১ ডিসেম্বর ২০২৫

দ্বিতীয় মেয়াদে প্রথমবার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে প্রথমবার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে দুটি বিল ভেটো করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করে একটি পানি সরবরাহ পাইপলাইন প্রকল্প এবং একটি আদিবাসী সংরক্ষিত এলাকার সম্প্রসারণসংক্রান্ত বিল প্রত্যাখ্যান করলেন।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার দ্বিদলীয় সমর্থন পাওয়া বিল দুটিতে ভেটো দেন ট্রাম্প। প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে হলে সিনেট ও প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলগুলো পুনরায় পাস করতে হবে।

ভেটো হওয়া বিলগুলোর একটি হলো ‘ফিনিশ দ্য আরকানসাস ভ্যালি কন্ডুইট অ্যাক্ট’। এর লক্ষ্য ছিল কলোরাডোর ইস্টার্ন প্লেইন্স অঞ্চলে দীর্ঘদিনের পরিকল্পিত পরিষ্কার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন।

কংগ্রেসে পাঠানো ভেটো ব্যাখ্যামূলক চিঠিতে ট্রাম্প বলেন, প্রকল্পটির ব্যয় অত্যধিক। তাঁর মতে, এটি বাস্তবায়ন হলে আমেরিকান করদাতাদের ওপর ‘ব্যয়বহুল ও অবিশ্বস্ত নীতির’ বোঝা চাপবে।

উল্লেখ্য, পাইপলাইন প্রকল্পটির প্রস্তাব প্রথম আসে ১৯৬০-এর দশকে, তৎকালীন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির শাসনামলে। বিলটি কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মত সমর্থন পেয়েছিল। কলোরাডোর দুই ডেমোক্র্যাট সিনেটরের পাশাপাশি রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট ও জেফ হার্ডও বিলটির পক্ষে ছিলেন।

ভেটোর পর লরেন বোবার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এটা এখানেই শেষ নয়।”

হোয়াইট হাউস আরও জানায়, ট্রাম্প ‘মিকোসুকি রিজার্ভড এরিয়া অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট’ বিলেও ভেটো দিয়েছেন। এই বিলের মাধ্যমে ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের ওসিওলা ক্যাম্প এলাকায় মিকোসুকি আমেরিকান উপজাতির নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রস্তাব ছিল।

এ গোত্রটি চলতি বছর এভারগ্লেডসে অবস্থিত একটি অভিবাসন আটক কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে। কেন্দ্রটি ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামে পরিচিত। পরে এক ফেডারেল বিচারক কেন্দ্রটির বড় অংশ ভেঙে ফেলার নির্দেশ দিলে কার্যত সেটি বন্ধ হয়ে যায়।

ট্রাম্প বলেন, ওসিওলা ক্যাম্প এলাকায় বসবাসের অনুমতি মিকোসুকি গোত্রের নেই। তিনি আরও জানান, তাঁর প্রশাসন করদাতাদের অর্থ ‘বিশেষ স্বার্থগোষ্ঠীর প্রকল্পে’ ব্যয় করতে দেবে না—বিশেষ করে যেসব গোষ্ঠী তাঁর অভিবাসন নীতির সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’।

মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা তুলনামূলকভাবে খুব কম ব্যবহৃত হয়। প্রথম মেয়াদে ট্রাম্প মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন। আর তাঁর পূর্বসূরি জো বাইডেন চার বছরের মেয়াদে ভেটো দেন ১৩টি বিলে।

জনপ্রিয়