শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২০:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

রিহ্যাব নির্বাচন মঙ্গলবার

রিহ্যাব নির্বাচন মঙ্গলবার
রিহ্যাব

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ভেন্যু ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ঢাকার ২৬টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের ৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৭ জন। চট্টগ্রাম রিজিয়ন কমিটির ৫টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে লড়ছেন ৯ জন প্রার্থী। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন।

সপক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ