বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১২, ১২ মে ২০২৪

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী

শিক্ষাপ্রতিষ্ঠান শনিবারে খোলা রাখার সিদ্ধান্ত শুধুমাত্র সাময়িকের জন্য করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার পরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা না-ও লাগতে পারে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রবিবার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ৯ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। সে জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত সাময়িক। ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখা না-ও লাগতে পারে

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি।

আ/ম

 

জনপ্রিয়