রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে "নো ইউর এমপ্লয়ার" শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক‍্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ব্র্যাক ক‍্যারিয়ার হাবের আয়োজনে "নো ইউর এমপ্লয়ার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স রুমে এই সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্র্যাক ব্যাংক পিএলসি এর হেড অফ এইচআর আখতার উদ্দিন মাহমুদ । দীর্ঘ দুই ঘণ্টার অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতির বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ছাত্র জীবন থেকেই ক্যারিয়ার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হলো একাডেমিক পড়াশোনা ভালোভাবে সম্পন্ন করা, তবে ক্যারিয়ার গঠনের জন্য লক্ষ্য নির্ধারণ ও অধ্যাবসায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও ক‍্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট নূর আলম নাহিদ জানান, জাককানইবি ক্যারিয়ার ক্লাব ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের জব মার্কেটের জন্য প্রস্তুত করতে কাজ করছে এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের সাথে এই আয়োজন তারই অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ক‍্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মন্ডলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জনপ্রিয়