শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ অক্টোবর ২০২৪

ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ বশেমুরবিপ্রবির দুই হলে

ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ বশেমুরবিপ্রবির দুই হলে
বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একটি ছাত্র হল ও একটি ছাত্রী হলে নতুন করে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ পেলেন দুই শিক্ষক।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ রাসেল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিনকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  মো. ফয়সাল আহমেদকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদানের তথ্য নিশ্চিত করা হয়।