সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫

বাড়ছে না মনোনয়নপত্র জমা দেওয়ার সময়: ইসি সচিব

বাড়ছে না মনোনয়নপত্র জমা দেওয়ার সময়: ইসি সচিব
ছবি: সংগৃহীত

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। এ সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। এসব আপিলের নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

জনপ্রিয়