সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

বি‌নোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২৯ ডিসেম্বর ২০২৫

‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই

‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ‘রাঙা বউ’ খ্যাত শ্রাবণী বণিক আর নেই। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন ইন্ডাস্ট্রি ও অনুরাগীদের মাঝে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছিলেন শ্রাবণী বণিক। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছিল পরিবার।

অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক বাবু বণিক। শোক প্রকাশ করে তিনি বলেন, “শ্রাবণীর মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ। অনেকদিন ধরেই ও অসুস্থ ছিল। শেষ সময়টা ভীষণ কষ্টে কেটেছে। বিশ্বাসই করতে পারছি না—শ্রাবণী আর নেই।”

তিনি আরও জানান, সকাল থেকেই তিনি হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে শ্রাবণীর চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদন জানিয়েছিলেন তাঁর ছেলে অচ্যুত আদর্শ। তিনি সবাইকে মায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

এছাড়াও ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কেটো’-তে তহবিল সংগ্রহের আবেদন করে অচ্যুত আদর্শ লিখেছিলেন,
“আমি আমার মা শ্রাবণী বণিকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছি। তিনি ফুসফুসের ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।”

তিনি আরও লেখেন, “এই বিপুল অর্থ অল্প সময়ে সংগ্রহ করা কঠিন। তাই সবার কাছে বিনীত অনুরোধ—আপনারা যদি সামান্য সহায়তাও করেন, সেটাই আমাদের কাছে অমূল্য। আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ থাকব।”

উল্লেখ্য, ছোট পর্দায় শ্রাবণী বণিকের অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে— ‘রাঙা বউ’, ‘লালকুঠি’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’ ও ‘আলো’। তাঁর সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল।

জনপ্রিয়