বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ২৫ ডিসেম্বর ২০২৫

জবি ক্যাম্পাসে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া, অংশগ্রহণ করলেন প্রচারণায়

জবি ক্যাম্পাসে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া, অংশগ্রহণ করলেন প্রচারণায়
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহানের পক্ষে প্রচারণা করেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় তিনি প্রক্টর অফিস, শহীদ সাজিদ ভবন ও কলা অনুষদ ঘুরে প্রগোজ স্কুল মাঠে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

জামাল ভূঁইয়া বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আসলাম। এটি একটি পুরোনো ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন—সবাইকে শুভকামনা। ইনশাআল্লাহ আবার আসবো।” 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলা থেকেই তার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। পড়াশোনায় তিনি গড়পড়তা ছাত্র ছিলেন। যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন বাংলাদেশ দলের হয়ে খেলতে চান। ভবিষ্যতে সুযোগ পেলে ফুটবল ব্যবস্থাপনার দায়িত্বেও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। 

এসময় ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, “এই প্রজন্মের কাছে জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবলের প্রথম সুপারস্টার। তার মাধ্যমেই দেশের ফুটবলে নতুন ধারার সূচনা হয়েছে।” 

প্রচারণাকালে প্যানেলটির ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সিনহা ইসলাম অর্নাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়