সুন্দরবনের ভিতরে থাকতে চাইলে বনলতাকে বেছে নিন, আছে বিশেষ প্যাকেজ
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ম্যানগ্রোভ বন সুন্দরবনে ভ্রমণপিপাসুদের জন্য নতুন পর্যটন প্যাকেজ ঘোষণা করেছে বনলতা ইকো রিসোর্ট। যান্ত্রিক কোলাহল ও শহুরে ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে যারা নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এই প্যাকেজটি বিশেষভাবে আকর্ষণীয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, নদী-খাল আর ঘন সবুজ বনভূমির দৃশ্য। শীত মৌসুমকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক ভ্রমণে বের হচ্ছেন। সেই পর্যটকদের কথা মাথায় রেখে মোংলা এলাকায় সুন্দরবনের একেবারে অভ্যন্তরে অবস্থিত বনলতা ইকো রিসোর্ট এই নতুন প্যাকেজ চালু করেছে।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে পর্যটকরা মোংলা বা খুলনাগামী বাসে করে এসে কাটাখালি অথবা লাউডোপ ফেরিঘাটে নামতে পারবেন। সেখান থেকে রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় পর্যটকদের নিরাপদে রিসোর্টে পৌঁছে দেওয়া হবে।
সুন্দরবনের ভেতরে অবস্থিত এই ইকো রিসোর্টের কটেজ ও রুমগুলোর নিচেই রয়েছে প্রবহমান নদীর পানি এবং চারপাশে ম্যানগ্রোভ গাছপালা। রুমের বারান্দায় বসে পর্যটকরা নদী, বানর ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন, যা এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে।
রিসোর্টের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, জনপ্রতি ২ হাজার ৪৯৯ টাকায় পর্যটকরা একদিন ও এক রাত থাকার সুযোগ পাবেন। এই প্যাকেজে রয়েছে তিন বেলা খাবার, ডিঙ্গি নৌকায় সুন্দরবনের ক্যানেল ভ্রমণ এবং লাউডোপ ফেরিঘাট থেকে রিসিভ ও ড্রপ সুবিধা।
রিসোর্ট কর্তৃপক্ষ আরও জানায়, বন্য পরিবেশ, জোয়ার-ভাটার খেলা এবং কুয়াশামাখা সুন্দরবনের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার এটি উপযুক্ত সময়। পরিবার, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে আগ্রহীদের জন্য এই প্যাকেজ বিশেষভাবে উপযোগী।
রুম বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ০১৯১১-৫২০৬২৫ অথবা ০১৯৯৮-৮০৯৪৬৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।



























