অভিনয় ছেড়ে এবার প্রযোজনায় স্বীকৃতি মজুমদার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার অভিনয়জগতে দীর্ঘদিনের সাফল্যের পর এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। ‘আলোর কোলে’, ‘মেয়েবেলা’, ‘খেলাঘর’, ‘রাজা রানি রোমিও’—সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার পা রাখছেন প্রযোজনার জগতে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বীকৃতি একা প্রযোজকের আসনে বসছেন না; বরং পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক-সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি।
জয়দীপ ও প্রাঞ্জলের প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজ-এর ব্যানারে এটি হতে চলেছে তাদের প্রথম প্রযোজিত সিরিজ। এই আসন্ন সিরিজটি জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজ ক্যাটাগরির অন্যতম একটি সিরিজ হিসেবে প্রকাশিত হবে বলে জানা গেছে।
যদিও সিরিজটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন সৌভিক কুন্ডু। গান ও আবহসংগীতের দায়িত্বে থাকবেন প্রাঞ্জল দাস, ক্যামেরায় অঙ্কিত সেনগুপ্ত এবং সম্পাদনায় থাকবেন বনমালী।
গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগত পুজিতা। ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের কাজ। বিগত কয়েকটি মাইক্রো সিরিজের মতো এই সিরিজের প্রতিটি পর্বও কয়েক মিনিটের রিল আকারেই প্রকাশ পাবে।