সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

সেবাগ্রহীতাদের হয়রানি না করতে কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি করদাতাদের যথাসময়ে ফি প্রদানেরও অনুরোধ জানিয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, *“মানুষ চায় সেবা। সেবা পেলে তারা তার মূল্য দিতেও কৃপণতা করে না। কর আইনজীবীদের উচিত গ্রাহকদের হয়রানি না করা এবং সরকারকেও অন্ধকারে না রাখা।”*
তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে কর ব্যবস্থায় আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে জনমানুষের হয়রানি কমানো এবং সেবা খাতে স্বচ্ছতা আনা হবে। বর্তমান সরকারের এসব সংস্কার পরবর্তী সরকারের জন্যও সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই চালু করা হবে কর অ্যাপস।
তিনি আরও জানান, কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।