সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গয়নার লোভে বিয়ে করতে চাইতাম : সুদীপা চ্যাটার্জি

গয়নার লোভে বিয়ে করতে চাইতাম : সুদীপা চ্যাটার্জি
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি এক আবেগঘন পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তাঁর ছোটবেলার একটি স্মৃতি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বাবার সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত মনে করে আবেগাপ্লুত হয়েছেন সুদীপা। অনেক দিন আগে বাবাকে হারালেও তাঁর সঙ্গে কাটানো সময়গুলো এখনও মনের খুব কাছাকাছি। ছোটবেলায় সন্তানদের যেভাবে নানা অবুঝ প্রশ্ন থাকে, ঠিক তেমনই সুদীপাও বাবাকে নানা প্রশ্ন করতেন। আর বাবা সবসময় ধৈর্য ধরে শুনতেন মেয়ের সেইসব কথা। একা বসে থাকলে সেই কথাগুলোই বারবার মনে পড়ে তাঁর।

সুদীপা নিজের পোস্টে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমি বিয়ে করতে চাইতাম—শ্বশুরবাড়ি বা স্বামীর জন্য নয়, বেনারসি শাড়ি আর উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার লোভে। আর মন দিয়ে আমার সব কথাই শুনতেন বাবা।’

তিনি আরও যোগ করেন, ‘আমার বোকা কথাগুলোকেও সবসময় গুরুত্ব দিতেন বাবা। সব কথা শুনে হাসিমুখে বলতেন, কীভাবে হবু শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। কোনো দিনও আমার কোনো প্রশ্ন ফেলেননি তিনি।’

বাবাকে হারানোর পরও তাঁর প্রতি এই ভালোবাসা ও স্মৃতিচারণ সুদীপার মনকে আজও ভরিয়ে রাখে।
 

সম্পর্কিত বিষয়: