সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাজকীয় রূপে অপু বিশ্বাস

রাজকীয় রূপে অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শুধু রূপালি পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান আলোচনায় থাকেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেমন দক্ষ অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছেন, তেমনি নানান রূপে ভক্তদের চমকে দিতেও অভ্যস্ত।

সম্প্রতি এক রিল ভিডিওতে অপুকে দেখা গেল একেবারে ভিন্ন আঙ্গিকে—ব্রাইডাল লুকে। কানে ঝলমলে দুল, খোপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকের আভিজাত্যে যেন এক রূপকথার রানী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন— “রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”

ভক্তরা মুহূর্তেই ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ তাকে তুলনা করেছেন - ‘রূপকথার রাজকন্যা’র সঙ্গে, কেউ আবার লিখেছেন— “অপু বিশ্বাস সত্যিই অনন্য।”

তবে অপুর গল্প শুধু সোশ্যাল মিডিয়ার ঝলকেই সীমাবদ্ধ নয়। তার চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় ছোট্ট একটি চরিত্র দিয়ে। এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কোটি টাকার কাবিন’ বদলে দেয় তার ক্যারিয়ারের গতি। সেই ছবির মাধ্যমে শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে হয়ে ওঠে অভাবনীয় জনপ্রিয়।

সমালোচকদের মতে, সালমান শাহ–শাবনূরের পর বাংলা চলচ্চিত্রে এত সফল জুটি আর আসেনি। প্রমাণস্বরূপ ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পাওয়া শাকিব–অপু জুটির ৭২টি চলচ্চিত্র—যা ঢালিউডের ইতিহাসে এক বিরল অর্জন।

সম্পর্কিত বিষয়: