কোনো দলেই নাম লেখাতে চাই না : সোহিনী
অভয়া কাণ্ডের পর থেকেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন শুরু হয়। ওই সময় এই ঘটনায় তার সক্রিয় ও সরব ভূমিকা দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো খুব শিগগিরই তাকে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে।
এই ধারণার পেছনে যুক্তিও ছিল। এর আগেও টালিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে সামাজিক ইস্যুতে সরব হওয়ার পর রাজনীতিতে যুক্ত হতে দেখা গেছে। তবে অভয়া কাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি সোহিনীকে।
সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারণার সময় এক তৃণমূল নেতার সঙ্গে সোহিনীর নাচের একটি ভিডিও ঘিরে ফের আলোচনা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্যও করেন।
শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করলেন সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। সোহিনী বলেন, ‘আমার কাছে যদি কোনো প্রস্তাব আসে, তবুও আমি কোনোভাবেই, কোনো অর্থেই কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম— কোনো দলেই আমি যেতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আর কিছু বলার থাকবে না। তখন আমাকে পুরোপুরি চুপচাপ হয়ে যেতে হবে।’
সাম্প্রতিক বছরগুলোতে ছোট ও বড় পর্দার বহু তারকাকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে দেখা গেছে। একসময় শিল্পীরা রাজনীতি থেকে নিজেদের দূরে রাখলেও এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। দেব থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকারাও এখন সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে যুক্ত রয়েছেন।



























