বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ১০ ডিসেম্বর ২০২৫

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই
ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ বচ্চনের কোনো ছবি কিংবা ভিডিও ব্যবহার করা যাবে না—এমন নির্দেশ দিয়েছেন দিল্লির উচ্চ আদালত। ব্যক্তি অধিকার রক্ষার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। আদালতের রায়ে বচ্চন পরিবারের পক্ষেই সিদ্ধান্ত আসে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে শুরু হয়েছে নতুন ‘টানাটানি’। ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই নীরব থাকেন ঐশ্বরিয়া। তবে মেয়েকে ঘিরে অনলাইনে নানা মন্তব্য ও ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাধ্যার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এসব প্রোফাইল থেকে নিয়মিত তারকাকন্যার ছবি পোস্ট করা হচ্ছে এবং নানা মন্তব্য ছড়ানো হচ্ছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিষয়টি স্পষ্ট করে ঐশ্বরিয়া বলেন, “আরাধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া।”

তিনি আরও বলেন,“আমি জানি, আপনারা আমাকে, আমার  স্বামী অভিষেকসহ আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটে, তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।”

এছাড়াও ঐশ্বরিয়া মনে করেন, একটি নির্দিষ্ট সময়ের পর সবারই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব রাখা উচিত। তিনি নিজেও খুব বেছে বেছে নিজের সোশ্যাল মিডিয়া পাতায় পোস্ট করেন বলে জানান।

জনপ্রিয়