অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়: অহনা
দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। মা হওয়ার কারণে গত ছয় মাস তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা সেন’ চরিত্রে তার খলনায়িকা রূপ দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু মাতৃত্বজনিত বিরতির কারণে সেই ধারাবাহিকে আর তাকে দেখা যায়নি।
মেয়ের বয়স ছয় মাস পার হতেই তিনি আবারও শুটিংয়ে ফিরেছেন। এদিকে তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো প্রকাশের পর দর্শকদের মনে কৌতূহল—এবারও কি অহনা খলনায়িকা রূপেই ফিরছেন?
এ প্রসঙ্গে অহনা দত্ত বলেন, ‘এখন পর্যন্ত যা শুট করেছি, তাতে তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে পুরো ব্রিফ এখনো পাইনি। আরও কয়েক দিন শুট করলে বিষয়টি পরিষ্কার হবে।’
তিনি আরও বলেন, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না—এমন ভাবনা কখনও ছিল না। নায়িকাদের অনেক চাপ থাকে, আর আমি মেয়েকে রেখে এত চাপ নিতে পারব কিনা সেটা ভেবে দেখেছি। অনেক ভাবনাচিন্তার পর কাজটি করতে রাজি হয়েছি।’
নায়িকা হওয়ার কোনো লালসা নেই জানিয়ে অহনা দত্ত বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই।’
সতর্ক হিসাব করে, চাপমুক্তভাবে অভিনয়ে ফিরতেই এবার নতুন চরিত্র নিয়ে ছোটপর্দায় হাজির হচ্ছেন তিনি।



























