কালো শাড়িতে দীপ্তিময় পূর্ণিমা—মুগ্ধ ভক্তরা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা—রূপ, অভিনয় ও ব্যক্তিত্বে যিনি এখনও দুই প্রজন্মের দর্শককে সমানভাবে মোহিত করে চলেছেন। নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে পথচলা শুরু করা এই নায়িকা আড়াই দশকের দীর্ঘ ক্যারিয়ারেও ধরে রেখেছেন একই লাস্যময়ী আবেদন ও নান্দনিক উপস্থিতি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও পূর্ণিমার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তিনি নিয়মিত নিজের ছবি শেয়ার করেন এবং ভক্তরা তাকে ভরিয়ে দেন ভালোবাসা ও প্রশংসায়। বিশেষ করে তার ‘বয়স না বাড়ার’ সৌন্দর্য নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে।
বৃহস্পতিবার বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়—কালো শাড়িতে সজ্জিত তিনি, সঙ্গে মানানসই গহনা। ক্যাপশনে লিখেছেন, “ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।” ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, “আপনি আগের মতোই সুন্দর।” আবার কেউ মন্তব্য করেছেন, “বয়স বাড়ছে না, বরং দিনে দিনে আরও সুন্দর হচ্ছেন।” আরেকজনের মন্তব্য, “কালোতে আপনি আরও বেশি মনোমুগ্ধকর।”
তার স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্স নিয়েও ভক্তদের প্রশংসার ঢেউ উঠেছে।
২০০৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে অভিনয় করে আরও ব্যাপক প্রশংসা অর্জন করেন। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়, সৌন্দর্য ও পরিশীলিত উপস্থিতি দিয়ে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও দর্শকের প্রিয়।



























