মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ১৫ ডিসেম্বর ২০২৫

সাগরপাড়ে লাস্যময়ী লুকে মিম

সাগরপাড়ে লাস্যময়ী লুকে মিম
ছবি: সংগৃহীত

কাজের ফাঁকে দেশের বাইরে ছুটি কাটাতে প্রায়ই উড়াল দেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সে কারণেই ভক্ত-অনুরাগীদের কাছে তিনি পরিচিত ‘ভ্রমণকন্যা’ নামে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার রয়েছে দারুণ সক্রিয় উপস্থিতি।

নানা মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার ছুটির আমেজে সাগরপাড়ে লাস্যময়ী রূপে ধরা দিলেন মিম। সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে এবং দ্রুতই সেগুলো ভাইরাল হয়ে পড়ে।

এর আগেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রের পাশে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই ছবিগুলোতে লাল রঙের খোলামেলা পোশাকে মিমকে দেখা যায়, যা তখনও বেশ আলোচনার জন্ম দেয়।

এবার অবকাশ যাপনের জন্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। সেখান থেকেই ভক্তদের জন্য শেয়ার করেছেন উষ্ণতা ছড়ানো একাধিক ছবি। মালদ্বীপের সৈকতে বোল্ড লুকে মিম যেন ভিন্ন এক আবেদন ছড়িয়েছেন। খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি এই অভিনেত্রীর মোহময়ী চোখের চাহনি নেটিজেনদের মন জয় করেছে অনায়াসেই। রোদচশমা পরা অবস্থায়ও সাগরপাড়ে একাধিক ফটোশুটে ধরা দেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্টবক্সে উপচে পড়ে প্রশংসা। ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশে ছিলেন পঞ্চমুখ। একজন নেটিজেন লিখেছেন, ‘আপু, এত সুন্দর সুন্দর ছবি আপলোড দিয়েন না, শীতও আপনাকে দেখে পালিয়ে যাবে।’ আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’

উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।

জনপ্রিয়