সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৫

১৮ কেজি কমিয়ে নতুন রূপে বাঁধন

১৮ কেজি কমিয়ে নতুন রূপে বাঁধন
ছবি: সংগৃহীত

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে যাত্রা শুরু করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনয়শিল্পী হিসেবে। নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। বড় পর্দায় নিজের স্বতন্ত্র উপস্থিতির স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত রূপ ও ফিটনেস নিয়েও বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বয়স ৪০ পেরোলেও তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও উজ্জ্বল সৌন্দর্য ভক্তদের মুগ্ধ করে রেখেছে। সাহসী স্টাইল, নিয়ন্ত্রিত জীবনযাপন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই নিজেকে ফিট ও আকর্ষণীয় রাখছেন বাঁধন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফিটনেস যাত্রার গল্প শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। পৃথক ছবিতে ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে আসার রূপান্তর তুলে ধরে বাঁধন জানান, এই পথচলা মোটেও সহজ ছিল না।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি— আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলেই আমার ওজন বেড়েছিল। তবে সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন ও আত্মবিশ্বাসের জোরে মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’

বাঁধন আরও জানান, এই পুরো যাত্রায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে। মেয়ের উৎসাহেই তিনি নিয়মিত শরীরচর্চা করেছেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলেছেন এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করার শক্তি পেয়েছেন। অভিনেত্রীর ভাষায়, ‘এটা শুধু ওজন কমানোর গল্প নয়— এটা নিরাময়, শক্তি আর আত্মসম্মানের প্রতীক। এই যাত্রা এখনো চলমান।’

অভিনেত্রীর এই রূপান্তরে মুগ্ধ হয়েছেন তার অসংখ্য ভক্ত। কেউ লিখেছেন, ‘ওয়াও! এটা ভীষণ অনুপ্রেরণামূলক’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘সত্যিই চমৎকার পরিবর্তন!’

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।

বাঁধন জানান, এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিতেও তার মেয়ের ভূমিকা রয়েছে। অভিনেত্রী বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে— তুমি এটা করো। কারণ আমাকে সবসময় সিরিয়াস বা অবসাদগ্রস্ত চরিত্রেই দেখা যায়। নির্মাতা ও সহশিল্পীদের আমি ভীষণ পছন্দ করি। আর হুমায়ূন আহমেদ যে আমার কত প্রিয়, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি— এটা আমার কাছে সত্যিই বিশেষ।’

সর্বশেষ

জনপ্রিয়