মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া ছিলেন অটল ও দুর্নিবার : হামিন আহমেদ

খালেদা জিয়া ছিলেন অটল ও দুর্নিবার : হামিন আহমেদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতেও। আপসহীন এই নেত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ব্র্যান্ড তারকা হামিন আহমেদ লেখেন, “একটি যুগের অবসান।”

তিনি আরও লেখেন, “সম্মানিত বেগম খালেদা জিয়া ছিলেন তাঁর সময়ের এক অনন্য প্রতীক—সততা, দেশপ্রেম ও অটল মানসিকতার এক বিরল উদাহরণ। ষড়যন্ত্রে ভরা এক সময়ে, চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন দৃঢ়, অবিচল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।”

জনপ্রিয়