মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ড. এস জয়শঙ্কর

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ড. এস জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের নিজ নিজ ফেসবুক পেজে শোক ও সমবেদনা জানায়।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এ ছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ভুটান ও মালদ্বীপের মন্ত্রীরাও ঢাকায় আসার কথা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জনপ্রিয়