সি-গ্রিন শাড়িতে নজর কাড়লেন রুনা খান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান—অভিনয়, সৌন্দর্য আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ যেন তার নামের সঙ্গেই জড়িয়ে আছে। বড় পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই তার পরিশীলিত অভিনয় দর্শকের মনে গেঁথে গেছে। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমান সক্রিয়। নিত্যনতুন সাজ ও লুকে হাজির হয়ে প্রায়ই মুগ্ধ করেন ভক্তদের।
সাম্প্রতিক সময়ে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন, একদম ক্লাসিক এক সাজে। ফেসবুকে প্রকাশিত তার নতুন ফটোশুটে দেখা গেছে তাকে ঐতিহ্যবাহী সি-গ্রিন রঙের নকশা করা জামদানি শাড়িতে। স্নিগ্ধ সেই সাজে বড় আকৃতির কানপাশা এবং কপালের লাল টিপ যেন আরও বাড়িয়ে দিয়েছে তার রূপের দীপ্তি। ক্যামেরার সামনে রুনা খানের নরম হাসি আর স্নিগ্ধ ভঙ্গিমা মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয়।
ছবির ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন কবিতার লাইন—‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’ ঠিক সেই লাইনগুলোর মতোই তার নতুন রূপও ভক্তদের কাছে ছিল এক চমক। মুহূর্তেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমেন্টে অনেকেই প্রশংসাসূচক কথায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন—‘শাড়িতেই বাঙালি নারী সবচেয়ে সুন্দর।’ আরেকজন মন্তব্য করেছেন—‘অপূর্ব লাগছে, যেন স্নিগ্ধ কোনো প্রতিচ্ছবি।’
টেলিভিশন নাটক দিয়ে যাত্রা শুরু হলেও রুনা খান আজ বড় পর্দার অন্যতম প্রশংসিত মুখ। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার। ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’-তেও তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। বিশেষ করে ‘ছিটকিনি’ ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি অর্জন করেন মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার।
ফ্যাশন, অভিনয় ও ব্যক্তিত্ব—তিনের সম্মিলনে রুনা খান যেন সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার এই নতুন ফটোশুট তা-ই আবারও প্রমাণ করল।



























