রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী
এক ঝলকেই নজর কাড়ে যে উপস্থিতি—সেটাই মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা—প্রতিটি জায়গায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা করে চিনিয়ে দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার স্টাইল ও ব্যক্তিত্বও দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবরই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। কখনো ক্যামেরার সামনে চরিত্রে, কখনো আবার একান্ত নিজের মতো করে—ভক্তদের সামনে ধরা দেন নানা রূপে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি একেবারেই রাজকীয় লুকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মেহজাবীন।
গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার অভিজাত উপস্থিতি যেন চোখ ফেরানো দায়। সোনালি রঙের শাড়িতে ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়ার সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’
ছবিগুলোতে মেহজাবীনের মায়াবী চোখের চাহনি আর স্নিগ্ধ হাসি মুহূর্তেই মুগ্ধ করেছে নেটিজেনদের। শাড়ির সূক্ষ্ম কারুকাজের সঙ্গে তার ব্যক্তিত্ব যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
প্রিয় অভিনেত্রীর এমন রূপ দেখে ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘অপূর্ব লাগছে আপনাকে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘মাশাল্লাহ, এই লুকটা অসাধারণ।’



























