বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

বি‌নোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ৬ জানুয়ারি ২০২৬

রাজকীয় লুকে আবারো ভাসালেন অপু বিশ্বাস

রাজকীয় লুকে আবারো ভাসালেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সবসময়ই চোখে পড়ে। সম্প্রতি তিনি ভক্তদের জন্য হাজির হয়েছেন এক ব্রাইডাল থিমের ফটোশুটে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ছবিতে অপু বিশ্বাসকে দেখা গেছে গোল্ডেন-অফ-হোয়াইট লেহেঙ্গা পরিহিত, ভারী নেকলেস আর ঝুমকায় সজ্জিত। মাথায় টিকলি, হাতে হাতে পুরনো দিনের ক্যামেরা—সব মিলিয়ে তার লুক যেন এক রাজকীয় রূপ। স্নিগ্ধ মেকআপ আর মৃদু হাসি ছবিতে যোগ করেছে কোমলতা ও আভিজাত্য।

ভক্তদের প্রতিক্রিয়া পড়লেই বোঝা যায়, ছবিগুলো কতটা জনপ্রিয় হয়েছে। কেউ লিখেছেন, “ওয়াও! অপু বিশ্বাস যেন রাজকুমারীর মতো দেখাচ্ছেন।”

আরেকজন বলেছেন, “আগেকার মতোই সুন্দর, বয়স কোনো প্রভাব ফেলে নি।”
এই ফটোশুট শুধু তার সৌন্দর্যই ফুটিয়ে তোলে না, বরং প্রমাণ করে যে দীর্ঘ ক্যারিয়ার পেরিয়েও তিনি ফ্যাশন ও স্টাইলের ক্ষেত্রে এখনো অনন্য।

এদিকে, প্রায় দুই বছরের বিরতির পর অপু বিশ্বাস ফিরছেন বড় পর্দায়। কামরুল হাসান ফুয়াদের পরিচালিত থ্রিলার সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তিনি তার প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। 

সম্প্রতি প্রকাশিত ‘ফার্স্ট লুক’-এ তাকে একেবারে ভিন্ন ও রোমাঞ্চকর গেটআপে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে আগ্রহের ঝড় তুলেছে।

জনপ্রিয়