শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২২ জানুয়ারি ২০২৬

নতুন প্রযোজনা "হোয়েন উই ডেড এওয়েকেন" নিয়ে আসছে এক্টোম্যানিয়া

নতুন প্রযোজনা
ছবি: সংগৃহীত

ঢাকার মঞ্চে তরুণ এই নাট্যদল নিয়ে আসছে তাদের ৩য় প্রযোজনা বিখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন এর কালজয়ী সৃষ্টি "হোয়েন উই ডেড এওয়েকেন"। 

আগামী ২৭ জানুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন এবং ২৮ জানুয়ারি ২য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। 

নাটকটি ভাষান্তর করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিচ্ছেন নওরীন সাজ্জাদ। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা এই দলটি সবসময়ই চেষ্টা করে দর্শকদের নতুন কিছু উপহার দিতে। তাদের পূর্ববর্তী দুটি প্রযোজনা 'হ্যামলেটমেশিন' ও 'দ্যা ম্যান আউট সাইড' যেভাবে দর্শক নন্দিত হয়েছিলো এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তাদের বিশ্বাস। 

'হোয়েন উই ডেড এওয়েকেন' নাটকটি মুক্তির কথা বলে, সম্পর্কের কথা বলে। এই নাটকের চরিত্ররা কেউ সৃষ্টির মধ্যে মুক্তি খোঁজে, আর কেউ মানবসম্পর্কের উত্তাপের মধ্যে মুক্তি খোঁজে। 

আন্তঃসম্পর্ক ও মুক্তির এক চিরায়ত ও শাশ্বত দ্বন্দ্ব এখানে প্রকাশিত হয়েছে যা একইসাথে জাগতিক ও ঐশ্বরিক। আর এসকল কারণেই এক্টোম্যানিয়া'র তৃতীয় প্রযোজনা হিসাবে এই নাটকটিকে আমরা বেছে নিয়েছি। যেখানে শিল্পের কথা বলা হয়েছে, একজন শিল্পীর অন্তর্দহণের কথা বলা হয়েছে, কাঙ্খিত শিল্পসৃষ্টি না করার বেদনা যেন মৃত্যুর সমান, সেই কথা বলা হয়েছে।

শিল্প স্থান কালের উর্ধে, শিল্প বৈশ্বিক। একারণেই ১৮৯৯ সালে নরওয়েতে রচিত এই নাটকটিকে সমসাময়িক বলে মনে হয়। কারণ শিল্পসৃষ্টির বেদনা সর্বকালের সকল মাধ্যমের সকল শিল্পীর জন্যই সমান। 'হোয়েন উই ডেড এওয়েকেন' নাটকটির বিষয়বস্তু তাই আমাদের তাগিদ দিয়েছে দর্শকের সামনে নাটকটি উপস্থাপন করার এমনটি বলেছেন নির্দেশক নওরীন সাজ্জাদ। 

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। কামরুজ্জামান তাপু, এমএইচএস লাবন, নওরীন সাজ্জাদ, মার্শিয়া শাওন, সাগর বড়ুয়া শান, ফকির বিপ্লব, মারজুক আল হাসান, প্রথমা রহমান, সানভি মীর চৌধুরী, রাজন আরিফ, দিবাকর মন্ডল জিতু, শাহরিয়ার ইউসুফ, অভিজিৎ সাহা রুদ্র।