বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:০৩, ১৩ মার্চ ২০২৫

‘লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা’

‘লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা’
সংগৃহীত

বাঁচানো গেল না মাগুরার সেই নির্যাতিত শিশুটিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। তার মৃত্যুর খবরে গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেই শোকের ছাড়া ছুঁয়ে গেছে সকল তারকাদের।

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি। হৃদয় ভাঙার ইমুজিসহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন, ‘আছিয়া।’

অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

আছিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সংগীতশিল্পী ও অভি নেত্রী পারশা মাহজাবীন পূর্ণি লিখেছেন, ‘মরে গিয়ে বেঁচে গেল।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মরে আছিয়া বেঁচে গেলো। আর বুঝিয়ে দিয়ে গেলো অনেক কিছুই। আছিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও। লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা।’

সম্পর্কিত বিষয়: