বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২২:০৬, ২৯ জানুয়ারি ২০২৫

ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ

ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ
সংগৃহীত

২০২৩ সালে প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই সাথে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৬ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারাবান তাহুরা স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এ নির্দেশ দেওয়া হয়। নোটিসের অনুলিপি আফসার আহমেদের পরিবারের হাতে পৌঁছেছে মঙ্গলবার।

বিএমডিসির রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাবের (স্বপ্নীল) বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আফসার আহমেদের এন্ডোস্কপিকালীন মৃত্যুর অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদন অনুযায়ী দায়িত্বে অবহেলার কারণে অধ্যাপক মামুন আল মাহতাবের (স্বপ্নীল) ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল করে প্রশাসনিক মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হলো।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরকে পাঠানো মন্ত্রণালয়ের আরেক চিঠিতে বলা হয়, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল বিরুদ্ধে প্রকৌশলী আফসার এন্ডোস্কপিকালীন মৃত্যুর অভিযোগ রয়েছে

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ নভেম্বর ছাতক উপজেলার এলজিইডি প্রকৌশলী আফসার আহমেদ ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি চিকিৎসক স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওই দিন এন্ডোস্কপি করাতে এসেছিলেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ মার্চ চিকিৎসক স্বপ্নীল ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেন আফসার আহমেদের ভাই খায়রুল বাশার।

অভিযোগে বলা হয়, এন্ডোস্কপিক পরীক্ষার জন্য হাসপাতালে গেলে তাকে বিকাল ৪টায় পরীক্ষার কথা জানানো হলেও তা করা হয় রাত ৮টায়। ডা. স্বপ্নীল কোনো পর্যবেক্ষণ বা প্রি-ইভালুয়েশন ছাড়াই অ্যানেস্থেশিয়া দেওয়ার নির্দেশ দেন। পরীক্ষা চলাকালে আফসারের কার্ডিয়াক অ্যারেস্ট হলে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে হাসপাতাল থেকে জানানো হয়, তিনি মারা গেছেন।

সর্বশেষ