ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা
জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী তানজিন তিশা’র জুটি নতুন ছবির সেটে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। বড় বাজেটের ছবি ‘সোলজার’-এর শুটিংয়ের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে নানা ধারণা তৈরি হয়েছে।
ভিডিওটিতে শাকিব খানকে একজন নারীর সঙ্গে নাচতে দেখা যায়। অনেকে মনে করেন, ওই নারী নাকি তানজিন তিশা। তবে তিশা নিজেই এই কল্পনাকে সরাসরি খণ্ডন করেছেন।
তিশা বলেন, ‘সোলজার-এ আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’
তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’
নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’
দেশপ্রেমের গল্পভিত্তিক ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ছবির শুটিং শুরু হয়েছে গত ১১ অক্টোবর, যেখানে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব খান ও তানজিন তিশা। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।



























