রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬

নতুন রেকর্ড গড়লেন বুবলী

নতুন রেকর্ড গড়লেন বুবলী
ছবি: সংগৃহীত

এক টেকেই ইতিহাস—ঢালিউডে নতুন মাইলফলক ছুঁলেন শবনম বুবলী। আলোচিত এই অভিনেত্রী প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং একটানা এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়েছেন। ‘আধাচাঁদ’ শিরোনামের রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে তার অভিনীত সিনেমা ‘পিনিক’-এর দৃশ্যধারণের কাজ।

গানটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ ও সাহসী পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয় এবং টানা চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যেই সম্পন্ন হয় পুরো শুটিং।

এ বিষয়ে পরিচালক জাহিদ জুয়েল বলেন, গানটি শোনার পরই তাঁর মনে হয়, এটিকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। সেই ভাবনা থেকেই এক টেকে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যা শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

সিনেমাটির নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, দেশীয় সিনেমার ইতিহাসে এক টেকে পূর্ণাঙ্গ গান শুটিংয়ের ঘটনা এটিই প্রথম। তিনি আরও বলেন, চিত্রগ্রাহক ইবাদ আলিম এবং স্টেডিক্যাম অপারেটর কাউসারের নিখুঁত কারিগরি দক্ষতায় গানটি অনন্যভাবে ধারণ করা সম্ভব হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগের দিন প্রধান দুই অভিনয়শিল্পী শবনম বুবলী ও আদর আজাদ দিনভর মহড়া করেন।

এই অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন শবনম বুবলী। তিনি বলেন, এমন চ্যালেঞ্জিং কাজ সফলভাবে শেষ করতে পারাটা পুরো দলের সম্মিলিত পরিশ্রমের ফল।

অভিনেতা আদর আজাদও একই সুরে কথা বলেন। তাঁর ভাষায়, সবার আন্তরিক সহযোগিতা না থাকলে এত বড় চ্যালেঞ্জ নেওয়া কিংবা সফল হওয়া কখনোই সম্ভব হতো না।

নারীপ্রধান গল্পে নির্মিত সাইকো থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। সিনেমাটির গান ‘আধাচাঁদ’-এর কথা লিখেছেন জাহিদ আকবর, কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ এবং সংগীতায়োজন করেছেন শান্ত শান।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে আগামী রোববার (১১ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

এদিকে ‘পিনিক’-এর পাশাপাশি আরও একটি নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করছেন শবনম বুবলী। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং এবং প্রকাশ পেয়েছে অভিনেত্রীর নতুন লুক। এটি নির্মাণ করছেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। ‘প্রেশার কুকার’ শিরোনামের এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে নারীদের জীবনসংগ্রাম ও বাস্তবতাকে কেন্দ্র করে।

নতুন সিনেমা প্রসঙ্গে শবনম বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে—এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

জনপ্রিয়