পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৬
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন একজন ইনস্পেক্টর, একজন অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই), গাড়ির চালক এবং পুলিশের এলিট ফোর্সের তিন সদস্য। সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
পুলিশের মুখপাত্র ইউনুস খান জানান, গোমাল–জুত্তা সড়কের কোট ওয়ালি খালের কাছে এই বিস্ফোরণ ঘটে। এতে পুলিশের সাঁজোয়া গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনার পর জেলা পুলিশ কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
এই হামলায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রশংসা করে বলেন, শান্তিবিরোধী শক্তিগুলো পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের অপকৌশলে সফল হতে পারবে না।
এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও, অতীতে পাকিস্তানি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত ছিল। পাকিস্তান সরকার দাবি করে আসছে, আফগানিস্তানের কিছু এলাকায় এই জঙ্গি গোষ্ঠী নিরাপদ আশ্রয় পাচ্ছে।



























