সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১২ জানুয়ারি ২০২৬

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিচার শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে)। এই বিচারকে আন্তর্জাতিক মানবাধিকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজেতে আজ সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা থেকে মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। টানা তিন সপ্তাহ ধরে চলবে এই গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা সংকটের সূচনা ঘটে ২০১৭ সালের জুলাই মাসে। সে সময় রাখাইন রাজ্যে পুলিশ ও সেনা ছাউনিতে হামলার ঘটনার পর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান চালায়। অভিযোগ রয়েছে, ওই অভিযানে নির্বিচারে হত্যা, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটে। প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাতিসংঘের একটি প্রাথমিক তদন্ত দল এই অভিযানে ‘গণহত্যার উপাদান’ থাকার কথা উল্লেখ করে একে গণহত্যামূলক তৎপরতা হিসেবে চিহ্নিত করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে।

উল্লেখ্য, ওই সময় মিয়ানমারের বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অং সান সু চি। তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অভিযোগগুলোকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছিলেন। তবে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে তিনি কারাবন্দি।

আইসিজেতে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়াকে বৈশ্বিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মামলার প্রধান তদন্তকারী নিকোলাস কৌমজিয়ানের মতে, গণহত্যার আইনি সংজ্ঞা নির্ধারণ এবং এমন ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিত করতে এই শুনানি আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।