রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৩৩, ১৫ আগস্ট ২০২৪

টুকু-পলক-সৈকতের ১০ দিন করে রিমান্ডের আবেদন

টুকু-পলক-সৈকতের ১০ দিন করে রিমান্ডের আবেদন
সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। মামলার তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

আদালত সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে।

এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাদেরকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে পল্টন মডেল অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া বলেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে।  

তিনি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়