শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৯ মার্চ ২০২৪

হলমার্ক কেলেঙ্কারি

তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড

তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্ক কেলেঙ্কারি তানভীর-জেসমিন

হলমার্ক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় দেন।

এ মামলায় প্রথম দফায় রায় ঘোষণার জন্য গত ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। কিন্তু সেদিন মামলাটি রায় থেকে উত্তোলনপূর্বক ফের দুজনের সাক্ষ্যগ্রহণের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।

এরপর পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১২ মার্চ দিন ধার্য করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৯ মার্চ ফের রায়ের দিন ধার্য করেন আদালত।

আ/ম