বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৯ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম

সাংবাদিকদের কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম
ছবি: সংগৃহীত

আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধান করতে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। যদি সমস্যা সমাধান না হয়, তবে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এ তথ্য জানান।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। একাধিকবার কমিশনের সঙ্গে আলোচনা করা হলেও এখনও নীতিমালা সংশোধিত হয়নি। তিনি আরও বলেন, কমিশন কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই সাংবাদিকদের জন্য নতুন একটি অনলাইন কার্ড ও স্টিকার আবেদন অ্যাপ চালু করেছে। এটি ব্যবহারযোগ্য নয় এবং বর্তমানে যেমন সমস্যা দেখা দিচ্ছে, ভবিষ্যতেও আরও জটিলতা তৈরি হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, কমিশন থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য যে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হয়, এবার তার জন্য নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। তবে এই পদ্ধতি ব্যবহারযোগ্য নয় এবং স্বল্প সময়ের মধ্যে সকল সাংবাদিককে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কার্ড দেওয়া বাস্তবসম্মত নয়।

শহিদুল ইসলাম আরও বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার প্রদানের দাবি জানানো হয়েছে। কমিশন স্বীকার করেছে যে নতুন নীতিমালার কারণে সমস্যা হয়েছে এবং আশ্বস্ত করেছে যে আগামী রোববারের মধ্যে এটি সমাধান করা হবে; সম্ভব হলে এর আগেই। সমস্যা সমাধান না হলে সাংবাদিক নেতারা আবার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন।