ফারজানা রূপা ও শাকিল আহমেদকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ
ফারজানা রূপা একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হওয়া প্রধান প্রতিবেদক ও শাকিল আহমেদ প্রধান বার্তা সম্পাদক কে ফ্রান্সে যাওয়ার সময় আটকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
সকালে বুধবার (২১ আগস্ট) তাদের দেশ ছাড়তে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদেরকে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে ফারজানা রূপা ও তার মেয়ে, শাকিল আহমেদ কে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেননি বিমানবন্দর কর্তৃপক্ষ।