শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ২২ জানুয়ারি ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

গাজায় ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আল-জাহরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।

নিহত সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল রউফ শাআত। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্ব পালন করছিলেন না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। অপর দুই সাংবাদিক হলেন মোহাম্মদ সালাহ কাশতা ও আনাস ঘনেইম।

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, হামলার পর নিহতদের মরদেহ দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়, একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ওই ড্রোনটি তাদের সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিল। সে কারণে নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তবে হামাস-সংশ্লিষ্ট ড্রোন বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় সাংবাদিকরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সহায়তা কার্যক্রমের দৃশ্য ধারণ করছিলেন। সেই উদ্দেশ্যে তারা একটি ড্রোন ব্যবহার করছিলেন, তখনই তাদের সঙ্গে থাকা যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে বড় ধরনের সংঘর্ষ অনেকটাই কমে এসেছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা