সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১৪ ডিসেম্বর ২০২৫

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে রোববার (১৪ ডিসেম্বর) তাঁকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

এছাড়া, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছে বলে অভিযোগ জানিয়ে এসব তৎপরতা বন্ধে ভারতের কার্যকর পদক্ষেপ কামনা করে ঢাকা। রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও প্রত্যর্পণেও ভারতের সহযোগিতা চাওয়া হয়।

জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা এবং এ লক্ষ্যে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

সর্বশেষ

জনপ্রিয়