ভোট দিতে ৩ লাখ ৭১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু হয়েছে। প্রবাসী ভোটারদের নিবন্ধন ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট অনুযায়ী, ২৬ দিনের মধ্যে ৩ লাখ ৭১ হাজার ৪৯০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৪৪৮ জন, নারী ভোটার ২৫ হাজার ৪২ জন।
রবিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া ইত্যাদি।
সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে, যেখানে ১ লাখ ২ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। দ্বিতীয় অবস্থানে কাতার (৩৩,৯৮২ জন) এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া (২৪,২৬৭ জন)। এছাড়া আরও ৯টি দেশে ১০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান করে ফেরত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াও ভোটের প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।



























