সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশে থাকা ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে : আদিলুর

দেশে থাকা ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে : আদিলুর
ছবি: সংগৃহীত

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দেশে ফ্যাসিবাদী শক্তির যে অবশিষ্টাংশ এখনো রয়েছে, সরকার তা কঠোরভাবে দমন ও প্রতিহত করবে। জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের পাশে থেকেই এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে।’

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমান বাস্তবতায় আমি জনগণের মাঝেই নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি। নিজের নিরাপত্তার জন্য আলাদা কোনো ব্যবস্থার চেয়ে মানুষের সঙ্গে থাকাই আমার কাছে বেশি নিরাপদ। কারণ আমি জনগণের মধ্য থেকেই উঠে এসেছি এবং খুব অল্প সময়ের মধ্যেই আবার সেখানেই ফিরে যাব।’

সর্বশেষ

জনপ্রিয়