আসিফ নজরুল
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১৪ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ড. আসিফ নজরুল বলেন, “আজ অত্যন্ত উৎসাহ ও আগ্রহ নিয়ে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল। কিন্তু ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনা এবং এর পর দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আনন্দচিত্তে দায়িত্ব গ্রহণের কথা বলতে পারছি না। তবে আমি আমার দায়িত্বের বিষয়ে পুরোপুরি সচেতন।”
পূর্ববর্তী উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ একজন অত্যন্ত সফল উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। ক্রীড়াঙ্গনে এমন কিছু বিরল সাফল্য তিনি এনে দিয়েছেন, যা আগে কেউ পারেননি। তারুণ্যের উৎসব মেলাও ছিল একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমি তার কাজের ধারাবাহিকতা বজায় রাখব, পাশাপাশি নতুন কী করা যায়, সেটিও খতিয়ে দেখব।”
নিজের অগ্রাধিকার তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, “সময় মাত্র দুই মাস—খুবই অল্প। তারপরও আমি দুটি লক্ষ্য নির্ধারণ করেছি। প্রথমত, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে তা নেওয়া হবে। দ্বিতীয়ত, ঢাকার বাইরে খেলাধুলার অবস্থা অত্যন্ত নাজুক—এ কথা প্রায়ই শোনা যায়। ঢাকার বাইরে থাকা স্টেডিয়ামগুলো এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর কীভাবে আরও সক্রিয় করা যায়, সে বিষয়ে আমি চেষ্টা করব।”



























